কক্সবাজারে অপহৃত ৪ শিক্ষার্থী উদ্ধার, আটক ৭
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২১ ১১:৪২
১১ ডিসেম্বর ২০২১ ১১:৪২
কক্সবাজার: রামুর পেঁচারদ্বীপ থেকে অপহৃত চার স্কুলছাত্রকে টেকনাফ থেকে উদ্ধার করেছে র্যাব ও আমর্ড পুলিশ ব্যাটালিয়ন। এ ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে।
শনিবার (১১ ডিসেম্বর) সকাল ও শুক্রবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় টেকনাফের শালবাগান পাহাড়ি এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। ১৬ এপিবিএনের এসপি তারিকুল ইসলাম উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
উদ্ধারকৃত শিক্ষার্থীরা হলো- রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পেঁচারদ্বীপের মংলাপাড়া এলাকার মোহাম্মদ কায়সার, মিজানুর রহমান নয়ন, জাহিদুল ইসলাম ও মিজানুর রহমান।
র্যাব-১৫-এর অধিনায়ক খায়রুল আমিন সরকার জানান, শালবন পাহাড় থেকে চারজনকে উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত অপহরণকারী চক্রের সাতজনকে আটক করেছে র্যাব ও এপিবিএম।
সারাবাংলা/এএম