Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিরাপদ পানি নিশ্চিত বিশ্বের বড় চ্যালেঞ্জ

সারাবাংলা ডেস্ক
১১ ডিসেম্বর ২০২১ ১৭:২৪

ঢাকা: পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিরাপত্তা নিশ্চিত করা এখন গোটা বিশ্বের বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, এমপি। তিনি বলেন, বাংলাদেশ সুপেয় জলের দেশ। কিন্তু একদিকে জলবায়ু পরিবর্তন, অন্যদিকে মানুষের অসচেতনা ও কিছু অবকাঠামোগত দুর্বলতার কারণে আমরাও আজ নিরাপদ পানি ও এ সংক্রান্ত স্বাস্থ্যবিধি সংকটের দিকে যাচ্ছি।

শনিবার (১১ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন (বিবিএফ) আয়োজিত পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধিবিষয়ক পরিকল্পনা ও ভবিষ্যৎ করণীয়: এসডিজি-৬ প্রেক্ষিত’ শীর্ষক গোলটেবিল আলোচনায় সাবেক রেলমন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মুজিবুল হক এমপি বলেন, ‘নিরাপদ পানি ব্যবস্থাপনায় সরকার কাজ করে যাচ্ছে। বিষয়টিকে সরকার অগ্রাধিকার দিয়ে দেখছে। এ নিয়ে কাজ করছে বিভিন্ন সেরকারি উন্নয়ন সংগঠনও। আমরা চাই যৌথ কাজের মধ্য দিয়ে এই সংকট মোকাবিলার।’

সাসটেনেবল ডেভেলপমেন্ট গোল (এজিডি) অর্জনে সরকারসহ উন্নয়ন সংগঠনগুলো যার যার অবস্থান থেকে কাজ করে যাচ্ছে। পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (WASH) উন্নয়নে বিবিএফ ‘ইএনজি-এসডাব্লিউজি সিএসও ক্যাটালিক ফান্ড’ প্রকল্পের আওতায় ধারাবাহিক অ্যাডভোকেসি সভার উদ্যোগ গ্রহণ করেছে। এই পরিকল্পনার অংশ হিসাবে বিবিএফ এই গোলটেবিল বৈঠকের আয়াজন করে। বৈঠকে পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিয়ে কাজ করা উন্নয়ন সংগঠনের প্রতিনিধি, বিশেষজ্ঞ, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। গোলটেবিল বৈঠক সঞ্চালনা করেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ বার্তা সম্পাদক গোলাম কিবরিয়া। সভাপতিত্ব করেন বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের (বিবিএফ) নির্বাহী পরিচালক মো. জাকারিয়া সুমন। শুরুতে আলোচনার মূল বিষয় তুলে ধরেন মো. জাকারিয়া সুমন।

বিজ্ঞাপন

আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, ‘পানি ছাড়া প্রাণের অস্তিত্ব অসম্ভব। পৃথিবীর বাইরে যেখানেই ভূমির সন্ধান পাওয়া গেছে, সবার আগে খোঁজ নেওয়া হয়েছে, সেখানে পানির অস্তিত্ব আছে কি না। কারণ, পানি থাকলেই কেবল সেখানে প্রাণের সন্ধান মিলবে। তাই পানির নিরাপত্তা নিশ্চিত করা ভবিষ্যৎ পৃথিবীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’

ইনডিপেনডেন্ট টেলিভিশনের সহযোগী সম্পাদক শামীম জাহেদী বলেন, ‘প্রচলিত আছে, যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তা হবে পানির জন্য। তিন ভাগ জল নিয়ে আমাদের এই ভূপৃষ্ঠ অথচ নিরাপদ পানি এখন আমাদের প্রধান সমস্যা হয়ে উঠেছে।’

এটিএন নিউজের বার্তাপ্রধান প্রভাষ আমিন বলেন, ‘নদীর সঙ্গে সভ্যতার সম্পর্ক। পানি ছাড়া সভ্যতার অস্তিত্ব ভাবা যায় না। এক সময় কুয়ো বা নদী থেকে মানুষ পানি উত্তোলন করতো। এরপর আসে টিউবয়েল। আর এখন ঘরে বসেই আমরা ট্যাপ ছেড়ে সুপেয় পানি পাচ্ছি। কিন্তু আমরা জানি না, কবে ট্যাপ ছেড়ে দেখবো জল আর নেই।’

ঢাকা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক রিয়াজ আহমেদ বলেন, ‘ক্রমবর্ধমান মানুষের খাদ্য চাহিদার জন্য যেমন কৃষি কাজ জরুরি, তেমন জরুরি কলকারখানা। পাশাপাশি মানুষের জন্য প্রয়োজন নিরাপদ সুপেয় পানি। সভ্যতার সঙ্গে মানব-প্রকৃতির সংঘাত এড়িয়ে কীভাবে আমরা মানুষের জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে পারি, সে বিষয়য়ে দরকার মহাপরিকল্পনা।’

প্লানিং কমিশনের উপদেষ্টা ড. জাহিরুল ইসলাম নিজের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, ‘এক সময় গ্রামের স্কুলে মেয়েদের টয়লেটের ব্যবস্থা থাকত না। এখন এ অবস্থার উন্নতি হয়েছে। এরপরেও পানি নিয়ে জেন্ডার অসমতা রয়েছে।’ তা দূর করতে সচেতনতা বাড়ানো জরুর বলে মন্তব্য করেন তিনি।

গোল টেবিল বৈঠকে ডরপ, এনজিও ফোরাম, এসএনভি, বি-স্কেন, ড্রিংক ওয়েল, রুডো, আরএসডিপিসহ বিভিন্ন উন্নয়ন সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সারাবাংলা/পিটিএম

বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন (বিবিএফ)

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর