Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ডিসিসিআই গুলশান সেন্টার’ উদ্বোধন বাণিজ্যমন্ত্রীর

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২১ ১৮:৫৪

ঢাকা: গুলশানে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) নিজস্ব স্থানে শাখা অফিস ‘ডিসিসিআই গুলশান সেন্টার’র উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

শনিবার (১১ ডিসেম্বর) বাণিজ্যমন্ত্রী প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানিকভাবে অফিস উদ্ধোধন করেন তিনি। অনুষ্ঠানে এফসিবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘২০৪১ সালের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব ব্যবসায়ী সমাজকে এক যোগে দলমত নির্বিশেষে কাজ করে যেতে হবে।’ তিনি বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি দীর্ঘদিন ধরেই একটি কৃষিনির্ভর অর্থনীতি এবং কৃষিখাতের আধুনিকায়নের মাধ্যমে উৎপাদিত পণ্যের বহুমুখীকরণ নিশ্চিত করতে পারলেই আমাদের অর্থনীতির বিকাশ আরও বেগবান হবে।’

নতুন স্থাপিত ‘ডিসিসিআই গুলশান সেন্টার’ ঢাকা চেম্বারের সদস্যদের পাশাপাশি ব্যবসায়ী সমাজেকে সেবা দিতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী।

এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, ‘লজিস্টিক খাতে আমরা বেশ পিছিয়ে রয়েছি। তবে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করতে আমাদের এ খাতের উপর আরও মনোনিবেশ করা প্রয়োজন।’

তিনি বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসন এবং সমুদ্রবন্দরগুলোতে সেবার মান উন্নয়ন দ্রুত নিশ্চিত সম্ভব হলে, ব্যবসায় ব্যয় হ্রাস পাবে। যা আমাদের অর্থনীতির প্রবৃদ্ধিকে গতিশীল করবে।’

এফবিসিসিআই সভাপতি দেশের সব চেম্বার এবং অ্যাসোসিয়েশনগুলোর দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান বলেন, “ডিসিসিআই’র নিজস্ব অফিস স্পেসে স্থাপিত ‘ডিসিসিআই গুলশান সেন্টার’ চেম্বারের সদস্যদের মেম্বারশিপ সংক্রান্ত সেবা প্রদানের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য বিষয়ক তথ্য প্রাপ্তির উৎসস্থল হিসেবে কাজ করবে।”

বিজ্ঞাপন

ডিসিসিআই সভাপতি বলেন, ‘আমাদের এসএমই খাত অর্থনীতির মূল চালিকাশক্তি। এবং এলডিসি পরর্বতী চ্যালেঞ্জ ও অর্থনীতিকে বেগবান করতে আমাদের এই খাতের উপর আরও জোরারোপ করা প্রয়োজন।’

সারাবাংলা/জিএস/পিটিএম

ডিসিসিআই গুলশান সেন্টার

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর