Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০২৩ সালে চালু হবে পলাশ ইউরিয়া কারখানা: শিল্পমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২১ ২০:৪৩

নরসিংদী: শিল্পমন্ত্রী অ্যাড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, পলাশ সার কারখানার নতুন প্রকল্পের কাজ প্রায় ৫৩ ভাগ শেষ হয়েছে। বড় ধরনের কোনো সমস্যা না হলে নির্ধারিত সময় ২০২৩ সালের মধ্যেই সমস্ত কাজ শেষ করার আশা রয়েছে। কারখানাটি উৎপাদন শুরু করলে বাংলাদেশের অগ্রযাত্রায় বিড়াট ভূমিকা রাখবে। বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি সার আমদানির ওপর নির্ভরতা কমবে। কৃষিতে স্বয়ংসম্পূর্ণতা বাড়বে এবং কর্মসংস্থান সৃষ্টি হবে।

বিজ্ঞাপন

শনিবার (১১ ডিসেম্বর) পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান।

এর আগে, প্রকল্পের অগ্রগতি বিষয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে কথা বলেন মন্ত্রী। প্রকল্প পরিচালক রাজিউর রহমান মল্লিক এর সভাপতিত্বে ওই আয়োজনে আরও বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ ও বিসিআইসি চেয়ারম্যান শাহ মো. ইমদাদুল হক।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ, পলাশের ইউএনও ফারহানা আফসানা চৌধুরী, ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সারাবাংলা/একেএম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর