Tuesday 20 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাউন্সিলর আসিফের সহযোগিতায় ফ্রি ডেন্টাল ক্যাম্পেইন

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২১ ২০:৫৫

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আসিফ আহমেদের সহযোগিতায় ফ্রি ডেন্টাল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। আগামী ১৩ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কাউন্সিলর কার্যালয়ে এই ক্যাম্পেইন চলবে। ক্যাম্পেইনের আওতায় রোগীরা বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন।

চাঁন মিয়া হাউজিংয়ে চাঁন কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলায় কাউন্সিলর কার্যালয়ে আয়োজিত ফ্রি ডেন্টাল ক্যাম্পেইনে চিকিৎসা সংক্রান্ত সার্বিক সহযোগিতা করছে মেন্ডি ডেন্টাল কলেজ।

বিজ্ঞাপন

ডেন্টাল ক্যাম্পের বিষয়ে ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আসিফ সারাবাংলাকে বলেন, ‘এই ডেন্টাল ক্যাম্পেইনের মাধ্যমে সাধারণ মানুষ চিকিৎসার সুবিধা পাবেন। যারা দুস্থ ও অসহায় রোগী আছেন তাদের পাশে দাঁড়াতে পারার বিষয়টি আমার জন্য গৌরবের।’

ভবিষ্যতে এরকম আরও ফ্রি ক্যাম্পেইনের আয়োজন করা হবে বলে কাউন্সিলর আসিফ আহমেদ আশা প্রকাশ করেন।

সারাবাংলা/একে

কাউন্সিলর আসিফ আহমেদ ডেন্টাল ক্যাম্পেইন ঢাকা উত্তর সিটি করপোরেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর