Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্গাপুরে গারোদের ওয়ানগালা উৎসব শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২১ ২১:২৯

নেত্রকোনা: জেলার সীমান্তবর্তী দুর্গাপুরের বিরিশিরিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমিতে শুরু হয়েছে গারোদের দুই দিনব্যাপী ওয়ানগালা উৎসব। ওয়ানগালা গারোদের প্রধান উৎসব। প্রতি বছর ধানশস্য ঘরে তোলার পর সূর্য দেবতাকে খুশি করতেই এই উৎসবের আয়োজন করে থাকেন তারা।

শনিবার (১১ ডিসেম্বর) সকালে ওয়ানগালা উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় এমপি মানু মজুমদার, ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য জুয়েল আরেং, জেলা পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী, উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিবুল হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক সুজন হাজং।

প্রসঙ্গত, ওয়ানা শব্দের অর্থ দেব-দেবীর দানের দ্রব্য সামগ্রী আর গালা শব্দের অর্থ উৎসর্গ করা। গারদের বিশ্বাস, দেবতা মিসি সালজংয়ের নির্দেশেই সূর্য বীজ থেকে চারার অঙ্কুরোদ্গম হয় এবং পরিপক্কতা পায় তাই ফসল ঘরে তোলার আগে তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেই ওয়ানগালা উৎসব। একে নবান্ন বা ধন্যবাদের উৎসবও বলা হয়ে থাকে।

সারাবাংলা/একেএম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর