।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে রাতভর পুলিশের সংঘর্ষের পর সোমবার ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে হামলা চালায় বহিরাগতরা।
হলের সাধারণ ছাত্রদের দাবি, এ সময় তাদের অনেকেই ঘুমিয়ে ছিলেন। পুলিশের টিয়ারশেল ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মোতাহার হোসেন প্রিন্সের নেতৃত্বে বহিরাগত ছাত্রলীগের সশস্ত্রদের হামলায় অনেকের ঘুম ভাঙে। তারা সাধারণ শিক্ষার্থীদের মারধরও করে বলেও অনেকে অভিযোগ করেছেন।
সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষার্থীদের তারা রাস্তায় থাকতে দেবে না এ জন্য হলে যেতে বলা হয়। কিন্তু হলের ভেতরে ঢুকে হামলা চালালে শিক্ষার্থীরা কোথায় যাবে। হলের ভেতরে ঢুকে পুলিশ টিয়ারশেল মেরেছে। অনেকে আহত হয়েছে।
https://www.youtube.com/watch?v=PTwGbPGIZGw&t=1s
সোমবার সকালে শহীদুল্লাহ হলের একজন শিক্ষার্থীর কাছ থেকে হামলার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়। ভিডিওতে দেখা যাচ্ছে, একদল যুবক ধর ধর বলে চিৎকার করে হলের দিকে ছুটে যাচ্ছে। পেছনে টিয়ারশেলের ধোঁয়া উড়ছে। হলের ভেতরে থাকা শিক্ষার্থীদের চিৎকার শোনা যাচ্ছে।
কেউ বলছেন, হলের ভেতরে টিয়ারশেল মেরেছে। কেউ গামছা দিয়ে মুখ ঢাকার চেষ্টা করছে। আবার কেউ ক্রিকেট স্ট্যাম্প হাতে প্রতিরোধের চেষ্টা করছে।
সারাবাংলা/ইউজে/এমআই