Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সাংবা‌দিকরা জাতিকে স‌ঠিক পথ দেখায়’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২১ ২২:২১

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক ব‌লে‌ছেন, জাতির সমস্যা ও সংকটে সঠিক পথ দেখায় সাংবাদিক সমাজ। মহান মুক্তিযুদ্ধে সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা এবং দেশপ্রেমিক জনতাকে উদ্বুদ্ধ করেছিলেন।

মন্ত্রী বলেন, দে‌শের সবক্ষে‌ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে গণমাধ্যম। সাংবাদিকরা জাতির বিবেক হিসেবে কাজ করে মানুষকে সদা জাগ্রত রাখতে কাজ করছেন।

বিজ্ঞাপন

শ‌নিবার (১১ ন‌ভেম্বর) সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দেশের প্রথম ডিজিটাল পত্রিকা ‌দৈনিক নয়া শতাব্দীর যাত্রা শুরুর অনুষ্ঠা‌নে প্রধান অতিথির বক্ত‌ব্যে তিনি এসব কথা ব‌লেন।

অনুষ্ঠা‌নে অন্যান্যদের মধ্যে উপ‌স্থিত ছি‌লেন, দৈনিক নয়া শতাব্দীর সম্পাদক মোহাম্মদ নাঈম সালেহীন, নয়া শতাব্দীর প্রকাশক মোহাম্মদ ওয়ালিউর রহমান, উপ সম্পাদক জিয়া আহমেদ, বার্তাপ্রধান শফিক বাশার।

সারাবাংলা/একেএম

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর