যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে চিকিৎসা সেবা
১১ ডিসেম্বর ২০২১ ২৩:১৮
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে সিরাজগঞ্জের কাজিপুরে আর ডি উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু, গাইনি, ডায়াবেটিস, শিশুরোগ ও সাধারণ চিকিৎসা সেবার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালক ইঞ্জিনিয়ার এ কে এম মুশারফ হুসাইন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক নির্বাহী কমিটি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ।
অনুষ্ঠানে প্রায় ৪৮৭১ জন রোগীর চিকিৎসাসহ বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় এবং ৬১৭ জন চোখের রোগীকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যমুনা ব্যাংকের পরিচালক মো. ইসমাইল হোসেন সিরাজী এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ, কাজিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. খলিলুর রহমান সিরাজী, কাজিপুর পৌরসভার মেয়র আব্দুল হান্নান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সালাম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, যমুনা ব্যাংকের নিকটস্থ শাখাসমূহের কর্মকর্তা ও কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক চিকিৎসাসেবা প্রত্যাশী মানুষ।
সারাবাংলা/এমও