Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি: আইনমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২১ ১৫:০৮

আনিসুল হক, ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশে কোনো ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। একইসঙ্গে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নসহ (র‌্যাব) সংস্থাটির সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞারও সমালোচনা করেছেন তিনি।

রোববার (১২ ডিসেম্বর) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী।

এ বিষয়ে আনিসুল হক বলেন, র‌্যাব এবং সংস্থাটির সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞা মূলত কল্পনাপ্রসূত ঘটনা।

যুক্তরাষ্ট্রের অভিযোগ অস্বীকার করে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশে কোনো ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। এটা অত্যন্ত দুঃখজনক যে কোনো প্রকার আত্মপক্ষ সমর্থন করার সুযোগ না দিয়ে এমন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশে ২০০৯ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৬০০টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং ৬০০টির বেশি ব্যক্তিকে গুম করা হয়েছে— যুক্তরাষ্ট্রের এমন অভিযোগের কোনো ভিত্তি নেই বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী আনিসুল হক।

সারাবাংলা/জিএস/এনএস

আইনমন্ত্রী আনিসুল হক টপ নিউজ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর