Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২১ ১৫:১৯

সাতক্ষীরা: যৌতুকের দাবিতে স্ত্রী শিপ্রা ঘোষকে পিটিয়ে হত্যার দায়ে কার্তিক ঘোষ নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এ মামলার অপর ৫ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রোববার সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক এমডি আজম এই রায় ঘোষণা করেন।

দণ্ডিত কার্তিক কুমার ঘোষ (৪০) তালা উপজেলার পাটকেলঘাটা থানার রাজেন্দ্রপুর গ্রামের তেজেন্দ্র নাথ ঘোষের ছেলে।

আদালতের নথি থেকে জানা যায়, ২০১০ সালের ১৩ মে তারিখে পাটকেলঘাটা থানার রাজেন্দ্রপুর গ্রামে যৌতুকের দাবিতে শিপ্রা ঘোষকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় শিপ্রা ঘোষের মা নমিতা ঘোষ পাটকেলঘাটা থানায় পরদিন একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এ মামলায় কার্তিক ঘোষসহ ছয়জনের নামে চার্জশিট দেন। আদালতে এ ঘটনায় ১৮ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

বেকসুর খালাস পেয়েছেন মামলার বাকি পাঁচ আসামি। তারা হলেন- চায়না ঘোষ, জুতিখা ঘোষ, পচা ঘোষ, জয়দেব ঘোষ ও সুন্দরী ঘোষ।

সরকারপক্ষে এই মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ পিপি এ্যাড. জহুরুল হায়দর বাবু। অপরদিকে আসামিপক্ষে ছিলেন অ্যাড. এসএম হায়দর।

সারাবাংলা/এএম


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর