বিকেলে দেশে ফিরছেন মুরাদ হাসান
১২ ডিসেম্বর ২০২১ ১৬:৩০
ঢাকা: অবশেষে দুবাই থেকেও নিজ দেশে ফিরতে হচ্ছে সদ্য মন্ত্রিত্ব হারানো তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে। কানাডার পর সংযুক্ত আরব আমিরাতে ঢুকতে চেয়েও ব্যর্থ হয়েছেন তিনি।
রোববার (১২ ডিসেম্বর) বিকেল ৪টা ৫২ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ ইকে ৫৮৬ বিমানে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ১০টা ৩০ মিনিটে ফ্লাইটটি রওয়ানা দেওয়ার কথা থাকলেও তা ১১টা ৪ মিনিটে রওয়ানা দেয়।
জানা গেছে, কানাডায় ঢুকতে চেয়ে ব্যর্থ হওয়ার পর আরব আমিরাতের ভিসা পাওয়ার চেষ্টায় ছিলেন মুরাদ হাসান। কিন্তু সেই চেষ্টাও ব্যর্থ হয়।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি জাইমাকে নিয়ে মুরাদ হাসানের আপত্তিকর মন্তব্যের পর সমালোচনার মধ্যেই চিত্রনায়িকা মহিয়া মাহির সঙ্গে তার একটি ফোনালাপ ফাঁস হয়।
এরপর গত সোমবার রাতে তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন মঙ্গলবার তিনি পদত্যাগপত্র পাঠান।
গত বৃহস্পতিবার রাতে দুবাই হয়ে কানাডার উদ্দেশে ঢাকা ছাড়েন মুরাদ হাসান। কিন্তু টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরে আসতে বাধ্য হন তিনি।
সারাবাংলা/এসজে/একে
ডা. মুরাদ ডা. মুরাদ হাসান তথ্য প্রতিমন্ত্রী মুরাদ মুরাদ হাসান