গাজীপুরে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে
১২ ডিসেম্বর ২০২১ ১৮:১৬
গাজীপুর: গাজীপুরের কোনাবাড়ীতে ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের তিন ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে হতাহতের তথ্য পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রোববার (১২ ডিসেম্বর) দুপুর ২টার দিকে কোনাবাড়ীর আমবাগ এলাকায় ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন বসতবাড়িতেও ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে ফোন দেওয়ার পরপরই তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
স্থানীয়রা জানান, আগুনে টিনশেডের আধাপাকা ছয়টি গুদাম ও একটি বসতবাড়ি পুড়ে গেছে। এসব গুদামে গার্মেন্টসের ঝুট মালামাল ছিল। শাহ আলমের মালিকানাধীন গুদাম ভাড়া নিয়ে বাদশা মিয়া, হালিম হোসেন, মুকুল মিয়া ও আবদুর রউফ ঝুট ব্যবসা করে আসছিলেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া বলেন, দুপুর ২টায় আগুন লাগার সংবাদ পাই। পরে গাজীপুরের দুইটি ও কাশিমপুর ডিবিএল একটিসহ মোট তিনটি ইউনিটের প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ ও হতাহতের খবর পাওয়া যায়নি।
সারাবাংলা/টিআর