Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরীক্ষামূলক বাস রুটে ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের আগ্রহ প্রকাশ

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২১ ২১:৫৪

ঢাকা: আগামী ২৬ ডিসেম্বর চালু হতে যাওয়া বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমে ঘাটারচর থেকে মতিঝিল হয়ে কাঁচপুর পর্যন্ত প্রথম পরীক্ষামূলক রুটে আট ব্যক্তি ও প্রতিষ্ঠান ১৫৭টি বাস পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে।

রোববার (১২ ডিসেম্বর) বিকেলে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘পরীক্ষামূলক এই রুটে ট্রান্স সিলভা ৩৮টি, ইকবাল এন্টারপ্রাইজ ২টি, এমএল লাভলি পরিবহন ৪টি, রজনীগন্ধা পরিবহন ১টি, মোস্তফা হেলাল কবির ৬টি, মোহাম্মদ ওলিউল্লাহ ১টি, জাহান এন্টারপ্রাইজ ১০০টি এবং এইচ আর ট্রান্সপোর্ট এজেন্সি ৫টি বাস পরিচালনার আগ্রহ দেখিয়েছেন।’

প্রতিষ্ঠানসমূহ পরীক্ষামূলক রুটে বাস পরিচালনার আগ্রহ প্রকাশ করে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম বাস্তবায়নে সাচিবিক দায়িত্ব পালনকারী ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) অফিসে তাদের এই আগ্রহপত্র জমা দেন।

পরীক্ষামূলক রুটে আট ব্যক্তি ও প্রতিষ্ঠানের আগ্রহ প্রকাশকে স্বাগত জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ‘আমরা ১৯তম সভায় ১২ ডিসেম্বর সময়সীমা নির্ধারণ করে বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানিয়েছিলাম। আমাদের সেই আহ্বান সাড়া দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে আট ব্যক্তি ও প্রতিষ্ঠান তাদের আগ্রহ প্রকাশ করেছে। বিষয়টি বেশ ইতিবাচক এবং উৎসাহব্যঞ্জক।’

ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস আরও বলেন, ‘এ সব আগ্রহপত্র যাচাই বাছাই শেষে আমরা এই রুটে প্রয়োজনীয় বাসের অনুমোদন দেব।’

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/একে

ডিএসসিসি মেয়র বাস বাস রুট রেশনালাইজেশন

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর