যৌন হয়রানির অভিযোগ এনে আলিবাবার নারী কর্মী বরখাস্ত
১৩ ডিসেম্বর ২০২১ ১০:০৬
সহকর্মী এবং গ্রাহকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনা নারী কর্মীকে বরখাস্ত করেছে চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবা।
এক চিঠিতে আলিবাবা জানিয়েছে, ওই নারী প্রতিষ্ঠানের সুনাম নষ্টের পাঁয়তারা হিসেবে যৌন হয়রানির মিথ্যা অভিযোগ সামনে এনেছেন।
এদিকে ওই নারীকর্মী বিবিসিকে বলেন, বসের বিরুদ্ধে অভিযোগ আনার পর আলিবাবা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি। তাই আগস্টে বিষয়টি তিনি জনসম্মুখে নিয়ে আসেন।
তিনি বলেন, এক ব্যবসায়িক সফরে হোটেল রুমে তার সঙ্গে যৌন হয়রানিমূলক আচরণ করেন ওই কর্মকর্তা। সেসময় তিনি মদ্যপ অবস্থায় রুমে শুয়ে ছিলেন আর এই সুযোগে তাকে ধর্ষণ করেন ওই কর্মকর্তা।
সে সময় ওই কর্মকর্তা চাকরি হারান কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি। ওই ঘটনার সঙ্গে জড়িত গ্রাহকও পুলিশি নজরদারিতে রয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
অন্যদিকে, চীনের কর্মক্ষেত্রে নারীর প্রতি সহিংসতার ঘটনাগুলোর মধ্যে ওই নারীর অভিযোগ ছিল বহুল আলোচিত। কিন্তু, আলিবাবার মতো প্রতিষ্ঠান সেই অভিযোগের সুরাহা না করে ওই নারী কর্মীকে চাকরিচ্যুত করায় সমালোচনার ঝড় উঠেছে।
সারাবাংলা/একেএম