Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ শিশুকে সাড়ে ১১টার মধ্যে হাজির করার নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২১ ১০:১৭

ঢাকা: জাপানি মায়ের দুই শিশুকে বেলা সাড়ে ১১টার মধ্যে আপিল বিভাগে হাজির করতে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। শিশুদের বাবা বাংলাদেশি নাগরিক ইমরান শরীফকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর) সকালে জাপানি মায়ের আদালত অবমাননার আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

এর আগে, আপিল বিভাগের আদেশ থাকা সত্ত্বেও দুই শিশুকে মায়ের জিম্মায় হস্তান্তর না করায় শিশুদের বাবা ইমরান শরীফের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন জাপানি মা নাকানো এরিকো।

এ বিষয়ে নাকানো এরিকোর আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছিলেন, রোববার রাত ১০টার মধ্যে দুই শিশুকে মায়ের জিম্মায় দিতে আপিল বিভাগের নির্দেশনা ছিল। শিশুদের আনতে গেলেও তাদেরকে মায়ের জিম্মায় দেওয়া হয়নি। এ কারণে আমরা আদালত অবমাননার আবেদন করেছি।

দুই শিশুকে ১৩ ও ১৪ ডিসেম্বর জাপানি মায়ের জিম্মায় রাখতে নির্দেশ দেন আপিল বিভাগ। একইসঙ্গে, ১৫ ডিসেম্বর দুই শিশুকে আদালতে নিয়ে আসতে বলা হয়েছিল।

সারাবাংলা/কেআইএফ/একেএম

আপিল বিভাগ জাপানি শিশু টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর