Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওমিক্রন: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরার নির্দেশনা

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২১ ২০:০০

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে দুইজনের নমুনা। এই ভ্যারিয়েন্ট প্রতিরোধে জনপ্রশাসন মন্ত্রণালয়, অধীন দফতর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (১২ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. এনামুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমানে অফিসে কর্মকর্তা/কর্মচারীদের মধ্যে অনেকে মাস্ক পরিধান করছেন না। কোভিড-১৯ এর প্রকোপ কিছুটা কমলেও একেবারে নির্মূল হয়নি। বরং করোনা ভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ শনাক্ত হয়েছে।

এতে আরও বলা হয়, করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক পরিধানহ স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি। এ কারণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব অনুবিভাগ প্রধান এবং অধীন দপ্তর/সংস্থার প্রধানদের আওতাধীন কর্মকর্তা/কর্মচারীদের মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

উল্লেখ্য, দেশে ১১ ডিসেম্বর দুইজনের কোভিড-১৯ নমুনার জিনোম সিকোয়েন্সিংয়ে ওমিক্রন শনাক্ত হয়।

সারাবাংলা/এসবি/এএম

ওমিক্রন নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর