Wednesday 02 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে মুরাদের বিরুদ্ধে মানহানির মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২১ ১৩:৩১ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২১ ১৭:১৬

সিরাজগঞ্জ: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও জাইমা রহমানকে নিয়ে কটুক্তির অভিযোগে জেলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত জেলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বিজ্ঞাপন

বাদীপক্ষের আইনজীবি এ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা জানান, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বিভিন্ন অনুষ্ঠান ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও জাইমা রহমানকে নিয়ে কটুক্তি ও বাজে মন্তব্য করেন। এতে তাদের পরিবারে মানহানি হয়েছে। বিচারক বেলাল হোসেন মামলাটি গ্রহণ করে আদেশের জন্য অপেক্ষমান রেখেছেন।

সারাবাংলা/একেএম

টপ নিউজ ডা. মুরাদ ডা. মুরাদ হাসান মুরাদ হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর