Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২১ ১৯:৩৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইল: যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী গাউস মিনাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক জেলা ও দায়রা জজ সানা মো. মাহরুফ হাসেন এ দণ্ডাদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত গাউস মিনা কালিয়া উপজেলার খাশিয়াল গ্রামের বাসিন্দা। গাউস যৌতুকের দাবিতে ২০১১ সালের ১৭ এপ্রিল বিয়ের ১ মাসের মাথায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই টুটুল বিশ্বাস বাদি হয়ে বোন জামাই ও তার মাকে আসামি করে নড়াগাতী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ওই বছরের ১৭ সেপ্টেম্বর পুলিশ মা-ছেলের বিরুদ্ধে আদালতে অভিযাগপত্র জমা দেয়। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া চলাকালে মোট ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামি গাউসের বিরুদ্ধে বাদি পক্ষের আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় আদালত তাকে ফাঁসির আদেশ দেন। এছাড়াও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

বিজ্ঞাপন

এছাড়াও মামলার অপর আসামি গাউসের মা শাহিদার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়।

সারাবাংলা/এসএসএ

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড