Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রোগীদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, যত্নশীল হতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২১ ২১:১০

ঢাকা: ‘রোগীদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। রোগীদের বিষয়ে আরও যত্নশীল হতে হবে। সময় নিয়ে রোগী ও তার স্বজনদের সঙ্গে কথা বলতে হবে।’

সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক এসব কথা বলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের অধ্যাপক এস জি এম চৌধুরি সেমিনার হলে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

নতুন নিয়োগপ্রাপ্ত নার্সদের উদ্দেশে পরিচালক বলেন, ‘রোগীদের সেবা মান নিশ্চিত করতে হবে, শুধু তাই নয়, রোগী ও তাদের স্বজনদের সঙ্গে সুন্দর ব্যাবহার নিশ্চিত করতে হবে। হাসপাতালের সুনাম অক্ষুন্ন রাখতে হবে।’

তিনি বলেন, ‘চিকিৎসকরা রোগী দেখে ব্যবস্থাপত্র দিয়ে থাকেন আর নার্সরাই পুরো সেবা দিয়ে থাকেন। সময় নিয়ে তাদের সঙ্গে কথা বলতে হবে। অল্পকিছু লোক খারাপ ব্যবহার করে। এজন্য সব নার্সদের উপর পরে। আপনাদের আচরণেই রোগীদের অনেক কিছু নির্ভর করে।’

বাংলাদেশ নার্সেস এসোসিয়েশনেরর (ঢামেক হাসপাতাল) সভাপতি মোহাস্মদ কামাল পাটোয়ারী বলেন, ‘বাংলাদেশের সব পর্যায়ে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে বর্তমান সরকার নিরলস কাজ করে যাচ্ছেন। স্বাস্থ্যসেবার অবিচ্ছেদ্য অংশ নার্সিং সেবা। আপনারা রোগীদের সেবায় সর্বক্ষণ নিয়োজিত থাকবেন। এখানে যারা চিকিৎসা সেবা নিতে আসেন তারা যেন সঠিক সেবা পায় সেই দিক খেয়াল রেখে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আশরাফুল আলম, স্বাধীনতা নার্সেস পরিষদের মহাসচিব ইকবাল হোসেন সবুজ, নার্সেস এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মো. নিজাম উদ্দিন। সভাপতিত্ব করেন নার্স সেবা তত্ত্বাবধায়ক শিখা বিশ্বাস।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/এমও

ঢাকা মেডিকেল কলেজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল যত্নশীল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর