Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে যমুনা লাইফ ইনস্যুরেন্সের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২১ ১৪:২৬

কক্সবাজার: কক্সবাজারে যমুনা লাইফ ইনস্যুরেন্সে কোম্পানি লিমিটেডের বার্ষিক সম্মেলন-২০২১ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) কক্সবাজারের স্থানীয় একটি হোটেলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান বদরুল আলম খান।

বিশেষ অতিথি ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান বুলবুল জয়নব আক্তার ও পরিচালক সাবেদুর রহমান। সম্মেলনে সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান খন্দকার।

বিজ্ঞাপন

জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে বাংলাদেশের জনগণকে বিমা নিরাপত্তার আওতায় আনার জন্য যমুনা লাইফ বিমা সেবা নিয়ে কাজ করে যাচ্ছে। যমুনা লাইফের সারা বাংলাদেশে কর্মরত হাজার হাজার কর্মী-কর্মকর্তাদের মাধ্যমে বাংলাদেশের ঘরে ঘরে বিমার সুফল পৌঁছে দেওয়া হচ্ছে।

সম্মেলনে ২০২১ সালে নেওয়া লক্ষ্যমাত্রা পূরণে নানা পদক্ষেপ পূরণে বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়।

সারাবাংলা/এমও

কক্সবাজার যমুনা লাইফ ইনস্যুরেন্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর