Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশে ঢুকে বাড়িতে হামলা বিএসএফের, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২১ ১৬:১৭

লালমনিরহাট: জেলার হাতীবান্ধা উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাড়িঘর ভাঙচুর করেছে। এসময় তারা ককটেল বিস্ফোরণ করেছে বলেও অভিযোগ করেছে সীমান্তবাসী। এসময় ভয়ে পালাতে গিয়ে দুই নারী আহত হয়েছেন।

সোমবার (১৩ ডিসেম্বর) রাতে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পকেট নামক এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ৪৭-বিএসএফ’র ফুলবাড়ী ক্যাম্পের একটি টহলদল বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। তারা ওই এলাকায় নুরল হক ওরফে নুরল পরীর পুত্র আয়নাল হকের বসত বাড়িতে হামলা চালায়। এসময় তারা বসত বাড়ির গেট ও ঘরের বেড়া ভাঙচুর করে। এসময় ভয়ে পালাতে গেয়ে আয়নালের মা মনোয়ারা বেগম ও শাশুড়ি আনো বেগম আহত হয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, ওই সময় বিএসএফ ককটেল বিস্ফোরণ করেছে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র সিঙ্গিমারী ক্যাম্পের টহল দল।

এ বিষয়ে ৬১-বর্ডার গার্ড বাংলাদেশের তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মীর হাসান মো. শাহরিয়ার মাহমুদ বলেন, আমরা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছি। আজ লিখিত প্রতিবাদ জানানো হবে।

সারাবাংলা/এসএসএ

বিএসএফের হামলা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর