Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেলারুশের বিরোধীদলীয় নেতার স্বামীর ১৮ বছরের জেল

আন্তর্জাতিক ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২১ ১৯:০৬

বেলারুশের বিরোধীদলীয় নেতা স্বেতলানা টিখানভস্কায়ার স্বামী সের্গেই টিখানভস্কিকে ১৮ বছরের কারাদণ্ড দিয়েছে সেদেশের একটি আদালত। সরকারবিরোধী গণআন্দোলন ও দাঙ্গা লাগানোর অভিযোগে এক মামলায় মঙ্গলবার (১৪ ডিসেম্বর) তার কারাদণ্ডের আদেশ দেয় আদালত।

২০২০ সালে বেলারুশের নির্বাচনে কর্তৃত্ববাদী প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার লুকাশেঙ্কোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল সের্গেই টিখানভস্কির। তবে নির্বাচনের আগে তাকে গ্রেফতার করে সরকার। ফলে স্বেতলানা টিখানভস্কা নির্বাচনে প্রার্থী হন। ওই নির্বাচনে লুকাশেঙ্কো নিজেকে জয়ী ঘোষণা করেন।

বিজ্ঞাপন

তবে নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ তুলে নিজেকে জয়ী ঘোষণা করেন স্বেতলানা টিখানভস্কায়া। নির্বাচনের পরদিনই তাকে প্রতিবেশী দেশে নির্বাসনে যেতে বাধ্য করা হয়।

এরপরই বেলারুশে সরকারবিরোধী আন্দোলন তীব্র হয়। এসব আন্দোলন সংঘটিত করার অভিযোগ আনা হয় সের্গেই টিখানভস্কির বিরুদ্ধে।

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর