Wednesday 28 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বোনাস লভ্যাংশ দিয়ে মূলধন বাড়ানোর অনুমোদন পেল সাউথ বাংলা ব্যাংক

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২১ ২১:১৯ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২১ ২২:১৬

ঢাকা: বোনাস লভ্যাংশের মাধ্যমে ৩১ কোটি ৩৮ লাখ টাকার পরিশোধিত মূলধন বৃদ্ধির অনুমোদন পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।

কমিশন সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবারের সভায় সাউথ বাংলা ব্যাংকের ৩১ ডিসেম্বর ২০২০ অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ৪ শতাংশ নগদ আর ৪ শতাংশ স্টক বা বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করা হয়। এরপর কোম্পানিটির অষ্টম বার্ষিক সাধারণ সভায় ওই লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২০২১ সালের ৩০ জুন বিএসইসির নোটিফিকেশন পরিপালনের জন্য সাউথ বাংলা ব্যাংক বিএসইসি কাছে স্টক লভ্যাংশের জন্য আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন সভায় সাউথ বাংলা ব্যাংককে স্টক লভ্যাংশের মাধ্যমে ৩১ কোটি ৩৮ লাখ টাকার পরিশোধিত মূলধন বাড়ানোর প্রস্তাব অনুমোদন করা হয়।

সারাবাংলা/জিএস/টিআর

এসবিএসি পুঁজিবাজার সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কর্মাস ব্যাংক সাউথ বাংলা ব্যাংক