হাইতিতে তেলের ট্যাংকার বিস্ফোরণে নিহত কমপক্ষে ৫০
১৪ ডিসেম্বর ২০২১ ২২:৩৩ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২১ ০৯:৩৮
হাইতিতে তেলের ট্যাংকার বিস্ফোরণে কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলের ক্যাপ-হাইতিয়ান নামক শহরে এ ঘটনা ঘটেছে।
বিবিসির খবরে বলা হয়েছে, দুর্ঘটনাকবলিত একটি তেলের ট্যাংকারবাহী গাড়ি দেখতে আশেপাশে জড়ো হয়েছিলেন বহু মানুষ। সে সময় ট্যাংকারটি বিস্ফোরিত হলে অর্ধশতাধিক মানুষ প্রাণ হারায়। স্থানীয় হাসপাতালগুলোতে আহতদের ভর্তি করা হয়েছে।
হাইতির প্রধানমন্ত্রী আরিয়েল হেনরি এক বার্তায় বলেছেন, ‘এ দুর্ঘটনায় গোটা দেশ শোকাহত।’ প্রধানমন্ত্রী দেশটিতে তিন দিনের শোক ঘোষণা করেছেন।
স্থানীয় চিকিৎসকরা আশঙ্কা প্রকাশ করে সংবাদমাধ্যমে জানিয়েছেন, হাসপাতালগুলো আহতদের আর্তচিৎকারে ভারী হয়ে উঠেছে। ছিন্নবিচ্ছিন্ন মানুষে হাসপাতালগুলো পূর্ণ। এ পর্যন্ত ৫০ জনের বেশি মারা গেছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, ঘটনাস্থলে দাবানলের মতো আগুন। একজন প্রত্যক্ষদর্শী বিস্ফোরণের স্থানটিকে নরক বলে বর্ণনা করেছেন।
সারাবাংলা/আইই