Tuesday 27 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অনলাইনে শিশু-কিশোররা কী দেখছে তা নজরদারিতে রাখা আমাদের দায়িত্ব’

সারাবাংলা ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২১ ০০:৩৬

ঢাকা: ইন্টারনেটে শিশু-কিশোররা নিরাপদ কন্টেন্ট দেখছি না তা নজরদারিতে রাখা অভিভাবকদের দায়িত্ব বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।

ইন্টারনেটে শিশু-কিশোরদের নিরাপদ কন্টেন্ট দেখা নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন,, আপনার শিশু কী দেখছে ইউটিউবে? খারাপ কোনো সাইটে ঢুকে পড়ছে কি না? অভিভাবক হিসেবে খুঁজ-খবর রাখা আমাদের দায়িত্ব।

বিজ্ঞাপন

১৪ ডিসেম্বর বিকেলে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে শিশু-কিশোরদের জন্য নিরাপদ ভিডিও শেয়ারিং অ্যাপস বেবিটিউবের আয়োজনে বিজয়ের ৫০ বছর উপলক্ষে বিজয়ের হাসি অনুষ্ঠানে ড. হোসেন জিল্লুর এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের বাচ্চারা বাইরের কন্টেন্ট দেখে বড় হচ্ছে। বাইরের দেশের ভাষার প্রতি আকৃষ্ট হচ্ছে। সেক্ষেত্রে বেবিটিউব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সিসিমপুর, মিনার মতো কন্টেন্ট শিশু কিশোরদের দিতে হবে। শিশু যেন ইন্টারনেটের মাধ্যমে শিক্ষণীয় বিষয়গুলো নিতে পারে।

বেবিটিউবের চেয়ারম্যান সাইদুল করীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা, ড্যাফোডিল ফ্যামিলির গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান।

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর