নজিরবিহীনভাবে ছড়িয়ে পড়েছে ওমিক্রন: ডব্লিউএইচও
১৫ ডিসেম্বর ২০২১ ০৯:৩০
করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সারাবিশ্বে নজিরবিহীনভাবে ছড়িয়ে পড়েছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ইতোমধ্যে ৭৭টি দেশে এই ভ্যারিয়েন্টকে শনাক্ত করা হয়েছে। খবর বিবিসি।
এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচওর প্রধান টেড্রোস আধানম গেব্রেইসাস বলেছেন, এটি সম্ভবত অনেকের মধ্যে ছিল। যারা তা এখনো শনাক্ত করতে পারেনি। তবে এই ভ্যারিয়েন্ট মোকাবিলায় যথেষ্ট উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
আরও পড়ুন: ওমিক্রন হালকা মাত্রার রোগ: ডব্লিউএইচও
তিনি আরও বলেন, ‘এই ভাইরাসের কারণে আমাদের বিপদের বিষয়টি অবমূল্যায়ন করেছি— তা অবশ্যই আমরা বুঝতে পেরেছি। যদিও ওমিক্রন কম গুরুতর রোগ, তবে এতে সংক্রমিতদের সংখ্যা বৃদ্ধি পেলে তা অপ্রস্তুত স্বাস্থ্য ব্যবস্থাকে আবারও ভেঙে ফেলতে পারে।’
দক্ষিণ আফ্রিকা সর্ব প্রথম করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত করা হয়। এর পরপরই দক্ষিণ আফ্রিকাসহ আশপাশের দেশগুলোতে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে ইউরোপ ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ। এরপরও সারাবিশ্বে ওমিক্রনের সংক্রমণ রোধ করা যায়নি।
সারাবাংলা/এনএস
ওমিক্রন করোনাভাইরাস টেড্রোস আধানম গেব্রেইসাস বিশ্ব স্বাস্থ্য সংস্থা