Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকার পথে ভারতের রাষ্ট্রপতি কোবিন্দ

সারাবাংলা ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২১ ১০:৫৬

ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ, ছবি: টুইট থেকে নেওয়া

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে তিন দিনের সফরে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। দেশটির রাষ্ট্রপতি হিসেবে কোবিন্দের এটাই প্রথম বাংলাদেশে রাষ্ট্রীয় সফর।

বুধবার (১৫ ডিসেম্বর) সকালে এক টুইট বার্তায় ভারতের রাষ্ট্রপতির কার্যালয় এ তথ্য জানিয়েছে। এ সফরকে স্বাগত জানিয়েছেন কূটনীতি বিশেষজ্ঞরা। তারা বলছেন, এ সফর দুই দেশের সরকার ও জনগণের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করবে।

বিজ্ঞাপন

বুধবার সকালে হজরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে অবতরণ করবেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বিমানবন্দরে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে স্বাগত জানাবেন।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর পাশাপাশি বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কেরও ৫০ বছর পূর্ণ হলো এ বছর। এই সময়েই রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে তিন দিনের সফরে ঢাকা আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এটি তার প্রথম বাংলাদেশ সফর। তার সফরকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ মনে করছেন কূটনীতি বিশেষজ্ঞরা।

নির্ধারিত সূচি অনুযায়ী আজ বুধবার সকাল সাড়ে ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন রামনাথ কোবিন্দ। সেখানে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ তাকে স্বাগত জানাবেন। বিমানবন্দরে ভারতের রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হবে। সেখান থেকে ১১টা ২৫ মিনিটে ভারতের রাষ্ট্রপতি সাভার জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর তিনি ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন ১২টা ১০ মিনিটে এবং বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করবেন।

বিজ্ঞাপন

এদিন বিকেল সাড়ে ৩টায় ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে সৌজন্য সাক্ষাৎ হবে। এর আগে বিকেল ৩টায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আবদুল মোমেন সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের রাষ্ট্রপতির সঙ্গে। পরে সন্ধ্যা সোয়া ৬টায় বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করবেন রামনাথ কোবিন্দ। সেখানে তিনি রাষ্ট্রপতির আমন্ত্রণে নৈশ ভোজে অংশ নেবেন।

সফরের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে জাতীয় কুচকাওয়াজ আয়োজনে ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত থাকবেন ভারতের রাষ্ট্রপতি। এদিন বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বাংলাদেশের বিজয়ের সুবর্ণজয়ন্তীর ঐতিহাসিক মুহূর্তে ৪টা ৩১ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ এবং রক্তস্নাত বিজয়ের আবেগ ও আনন্দ উদযাপনের জন্য আয়োজিত ‘মহাবিজয়ের মহানায়ক’ অনুষ্ঠানে অংশ নেবেন ভারতের রাষ্ট্রপতি।

সফরের শেষ দিন শুক্রবার (১৭ ডিসেম্বর) রমনা কালী মন্দিদের জন্য সদ্য সংস্কার করা অংশের উদ্বোধন করবেন রামনাথ কোবিন্দ। এদিন দুপুরে দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।

সারাবাংলা/জেআর/এনএস

বাংলাদেশ ভারত রাম নাথ কোবিন্দ

বিজ্ঞাপন

অটোরিকশা সংকটের সমাধান কোথায়?
২৬ নভেম্বর ২০২৪ ১৮:৪৬

অভিনয় ছাড়তে চেয়েছিলেন অভিষেক
২৬ নভেম্বর ২০২৪ ১৮:২৬

আরো

সম্পর্কিত খবর