।। জাবি প্রতিনিধি ।।
সাভার: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ও বিভিন্নস্থানে আন্দোলনকারীদের উপর পুলিশী হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে। পুলিশ শিক্ষার্থীদের সরিয়ে দিতে চাইলে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে ৯- ১০ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (৯ এপ্রিল) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে।
বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। তখন শিক্ষার্থীরা পুলিশের দিকে ইট পাটকেল মারতে থাকে।
সংঘর্ষের পর ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সোমবার সকাল ৯টার দিকে ‘সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, জাবি শাখা’র ব্যানারে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।
ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে পৌনে ১০টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা গেট দিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে প্রবেশ করে।
এক পর্যায়ে তারা মহাসড়ক দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীরা ‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’ এ ধরণের স্লোগান দিতে থাকে। মহাসড়ক অবরোধের কারণে দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও জাবি শাখা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদেরকে অবরোধ তুলে নিতে বলেন। আন্দোলনকারীরা ঘটনাস্থল ছেড়ে যাবেন না বলে জানান।
এরপর বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে
রোববার (৮ এপ্রিল) একই দাবিতে বিক্ষোভ মিছিল ও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে জাবি শিক্ষার্থীরা।
সারাবাংলা/টিএম