Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি শিক্ষার্থী ইলমা হত্যা মামলায় স্বামী ইফতেখার রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২১ ১৫:৪০

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃত্যকলা বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ইলমা চৌধুরী মেঘলার (২৫) মৃত্যুর ঘটনায় বনানী থানায় দায়ের হত্যা মামলায় স্বামী ইফতেখার আবেদীনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৫ ডিসেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালত এই রিমান্ডের আদেশ দেন।

এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই সালাউদ্দিন আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত স্বার্থে জিজ্ঞেসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন।

এসময় আসামিপক্ষের আইনজীবী জিল্লুর রহমান রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন৷ রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধীতা করে রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে জামিন নাকচ করে এই রিমান্ডের আদেশ দেন।

জানা যায়, ১৪ ডিসেম্বর বিকেল রাজধানীর বনানীতে স্বামীর বাসায় মারা যান ইলমা চৌধুরী। ইলমাকে প্রথমে গুলশান ইউনাইটেড হসপিটালে নেওয়া হয়েছিল। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

এই ঘটনায় ইলমার বাবা সাইফুল ইসলাম চৌধুরী বাদী হয়ে স্বামী, শশুড় ও শাশুড়িকে আসামি করে হত্যা মামলাটি দায়ের করেন।

আরও পড়ুন- ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিবারের হত্যা মামলার আবেদন
শ্বশুরবাড়ির অবিশ্বাসের বলি ইলমা— অভিযোগ স্বজন-সহপাঠীদের
এলমার ‘অস্বাভাবিক মৃত্যুর’ ঘটনায় স্পেশাল ট্রাইব্যুনাল গঠনের দাবি

সারাবাংলা/এআই/এসএসএ

ইলমা হত্যা ইলমা হত্যা মামলা টপ নিউজ ঢাবি শিক্ষার্থী ইলমা

বিজ্ঞাপন

ড. ইউনূসের ৬ মামলা বাতিল
২১ নভেম্বর ২০২৪ ১৩:৩১

আরো

সম্পর্কিত খবর