মুরাদের বিরুদ্ধে চট্টগ্রামে মামলার আবেদন খারিজ
১৫ ডিসেম্বর ২০২১ ২১:২১
চট্টগ্রাম ব্যুরো: সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে চট্টগ্রামে ডিজিটাল নিরাপত্তা আইনে দাখিল করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
বুধবার (১৫ ডিসেম্বর) চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক এস কে এম তোফায়েল হাছান আবেদনটি খারিজের আদেশ দেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগে ১২ ডিসেম্বর মামলার আবেদনটি দাখিল করেছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এস এম বদরুল আনোয়ার। তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি।
মামলার আবেদনে মুরাদ হাসানের সঙ্গে উপস্থাপক মহিউদ্দিন হেলাল নাহিদকেও অভিযুক্ত করা হয়েছিল।
জানতে চাইলে এস এম বদরুল আনোয়ার সারাবাংলাকে বলেন, ‘মামলার আবেদন দাখিলের পর আদালত সেটি গ্রহণ কিংবা খারিজের বিষয়ে জেলা পিপির মতামত চেয়েছিলেন। আজ (বুধবার) এ বিষয়ে আদেশের দিন ধার্য ছিল। আদালত সেটি খারিজ করে একটি সংক্ষিপ্ত আদেশ দিয়েছেন। কিসের ভিত্তিতে সেটি খারিজ করা হয়েছে সেটি আমরা জানতে পারিনি। পূর্ণাঙ্গ আদেশ পেলে জানতে পারব।’
উল্লেখ্য, বিভিন্ন টকশো ও অনুষ্ঠানে নানা বিষয়ে বিতর্কিত মন্তব্য ও ঢাকাই সিনেমার এক নায়িকার সঙ্গে অডিও ফাঁসের ঘটনায় ডা. মুরাদকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি পদত্যাগ করেন।
সারাবাংলা/আরডি/পিটিএম