Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় তরুণের ‍মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২১ ২১:০৩

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় আশিক হাওলাদার (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে ওই তরুণকে মৃত ঘোষণা করেন।

আশিক ঝালকাঠি সদর উপজেলার শায়েস্তাপুর গ্রামের জামাল হাওলাদারের ছেলে। তিনি উত্তরা ১১ নম্বর সেক্টরের নারিকেলতলায় থাকতেন। সেখানে কসমেটিকস সামগ্রীর ব্যবসা করতেন।

আশিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা বন্ধু লাবণ্য আক্তার জানায়, তিনি নিজে খিলগাঁও থাকেন। দুপুরে আশিক তার সঙ্গে দেখা করতে খিলগাঁওয়ে আসেন। দেখা শেষে সন্ধ্যার দিকে তারা খিলগাঁও বাগিচা এলাকায় রেল লাইন পার হচ্ছিলেন। এ সময় ট্রেনের ধাক্কায় আশিক আহত হন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/একে

খিলগাঁও ট্রেনের ধাক্কা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর