Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লিবারেলদের কাছে কনজারভেটিভদের হার, চাপে বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২১ ২০:২৮

বরিস জনসন | ফাইল ছবি

দুই শতক ধরে দখলে থাকা নর্থ শ্রপশায়ার আসনটি মধ্যপন্থি লিবারেল ডেমোক্রেটিক পার্টির কাছে খুইয়েছে যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। এই পরাজয়কে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের জন্য বড়সড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

এই নর্থ শ্রপশায়ারের এমপি ছিলেন ওয়েন প্যাটারসন। ১৯৯৭ সাল থেকে এখন অবধি তিনি ভোটে জিতে আসছিলেন। তার পদত্যাগে শূন্য হওয়া ওই আসনে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ভোট হয়। তাতে লিবারেল ডেমোক্র্যাট প্রার্থী হেলেন মরগান কনজারভেটিভ দলের প্রার্থীকে পাঁচ হাজারেরও বেশি ভোটে হারিয়ে দেন।

বিজ্ঞাপন

অথচ, ২০১৯ সালের নির্বাচনেও এই আসন থেকে কনজারভেটিভ প্রার্থী তার প্রতিদ্বন্দ্বীকে প্রায় ২৩ হাজার ভোটে হারিয়েছিলেন।

এদিকে, কোভিড বিধিনিষেধের তোয়াক্কা না করেই গত বছর ডাউনিং স্ট্রিটে একাধিক পার্টি করার খবর চাউর হওয়ার পর গত সপ্তাহে কোভিড পাস চালুর এক প্রস্তাবে প্রায় একশ কনজারভেটিভ এমপির বিদ্রোহে এমনিতেই বিপাকে আছেন জনসন। নর্থ শ্রপশায়ারে হারায় তার ওপর নতুন করে চাপ সৃষ্টি হলো বলে জানিয়েছে বিবিসি।

জয় নিশ্চিত হওয়ার পর মরগান বলেছেন, নর্থ শ্রপশায়ারের মানুষ ব্রিটিশ জনগণের হয়ে কথা বলেছে। তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে বরিস জনসন আপনার পার্টি শেষ।

প্রসঙ্গত, জুলাইয়ে তাদের ঘাঁটি বলে পরিচিত বাকিংহামশায়ারের চেশাম অ্যান্ড আমেশাম আসনেও লিবারেল ডেমোক্রেটদের কাছে হেরেছিল কনজারভেটিভরা।

সারাবাংলা/একেএম

বরিস জনসন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর