Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরাকে বন্যায় ১২ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২১ ০৯:৩২

ইরাকের উত্তরাঞ্চলে প্রবল বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় ১২ জনের মৃত্যু হয়েছে। সায়ত্ত্বশাসিত কুর্দিস্তানের আরবিল প্রাদেশিক গভর্নর ওমিদ খোশনাউয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

তিনি বলেন, গুরুতর খরা মোকাবিলার পর শক্তিশালী ঝড়ের কবলে পড়ে ভোর হওয়ার আগেই ঘরবাড়ি পানিতে ডুবে গেলে অনেকে বিস্মিত হয়ে পড়ে।

গভর্নর জানান, বন্যায় নারী ও শিশুসহ ১২ জনের প্রাণহানি হয়েছে। বিশেষ করে শ্রমিক অধ্যুষিত জেলা আরবিল শহর অরবিলের পূর্বাঞ্চলে উল্লেযোগ্য ক্ষতি সাধিত হয়েছে।

তিনি আরও জানান, বাসিন্দাদের সাহায্য করতে আসা সিভিল ডিফেন্সের চার সদস্য এ সময় আহত হয়েছে।

সিভিল ডিফেন্সের মুখপাত্র সারকাউত কারাচ বলেন, মৃত ১২ জনের মধ্যে এক জন বজ্রপাতে মারা গেছেন, অন্যরা তাদের বাড়িতে ডুবে মারা গেছে। অনেক মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

সারাবাংলা/একেএম

ইরাক বন্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর