Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপ্রিম কোর্ট দিবস আজ

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২১ ১১:৩২ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২১ ১৪:১৮

ঢাকা: বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস শনিবার (১৮ ডিসেম্বর)। দিবসটি উপলক্ষে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, আইনজীবী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে সুপ্রিম কোর্টে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বিকেল সাড়ে ৩টায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বঙ্গবভন থেকে ভিডিও কনফারেন্সে উপস্থিতি থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইনমন্ত্রী আনিসুল হক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন সুপ্রিম কোর্ট দিবস উদযাপন সংক্রান্ত জাজেস কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেবেন অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান এ এম আমিন উদ্দিন এবং বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুন।

প্রসঙ্গত, ২০১৭ সালের ২৫ অক্টোবর সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় প্রতি বছর ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর প্রথম উচ্চ আদালতের কার্যক্রম শুরু হয়েছিল।

সারাবাংলা/কেআইএফ/একেএম

বাংলাদেশ সুপ্রিম কোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর