Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি শিক্ষক জামাল খানের মৃত্যু

ঢাবি করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২১ ১২:৩৩

ঢাকা: মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়ে মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মো. জামাল খান।

শনিবার (১৭ ডিসেম্বর) ভোর ৬টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাদ জোহর ঢাবি’র কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মৃত্যুর খবর সারাবাংলাকে নিশ্চিত করে ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. নাজনীন আফরোজ হক বলেন, তিনি অত্যন্ত ভালোমানের এক জন শিক্ষক এবং শিক্ষার্থীদের খুবই প্রিয় ছিলেন। সব সময় হাসিখুশি থাকতেন। দীর্ঘ দুই বছর ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। করোনার কারণে ভারতে চিকিৎসার জন্য নেওয়া সম্ভব হয়নি। পরে ঢাকায় চিকিৎসা চলছিল।

প্রসঙ্গত, প্রয়াত শিক্ষক মো. জামাল খানের সহধর্মিণী ড. ফাজরীন হুদা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক।

সারাবাংলা/আরআইআর/একেএম

ঢাবি শিক্ষকের মৃত্যু


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর