Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদরাসার তহবিল নিয়ে দ্বন্দ্বের জেরে মারামারিতে নিহত ১

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২১ ১৩:৫৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় দু’পক্ষের মারামারিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, এলাকার মসজিদ-মাদরাসার তহবিল নিয়ে দ্বন্দ্বের জেরে মারামারি হয়।

শুক্রবার (১৭ ডিসেম্বর) রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কালা বাদশা পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মো. হোসেন আলী বাচা (৪০) মির্জাপুর ইউনিয়নের কালা বাদশা পাড়ার বাসিন্দা।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, এলাকার একটি মসজিদ ও মাদরাসার তহবিল নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে দু’টি পক্ষের সৃষ্টি হয়। এর আগেও অবশ্য তাদের মধ্যে শত্রুতা ছিল। কিন্তু সম্প্রতি তহবিলের বিষয় নিয়ে বিরোধ আরও বাড়ে। এর জের ধরে শুক্রবার রাতে তারা মারামারিতে জড়িয়ে পড়ে। আহত মো. হোসেন আলী বাচাকে রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।’

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার সারাবাংলাকে জানিয়েছেন, রাত সাড়ে ১০টায় বাচাকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে।

এদিকে রাতে এলাকায় অভিযান চালিয়ে মো. হাশেম নামে একজনকে আটক করা হয়েছে। মারামারি ও খুনের ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন।

সারাবাংলা/আরডি/আইই

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর