Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ষষ্ঠ ধাপের তিন শতাধিক ইউপি নির্বাচনের তফসিল আজ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২১ ১৪:০৯

ঢাকা: চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ষষ্ঠ ধাপের ভোটের তফসিল আজ শনিবার (১৮ ডিসেম্বর) ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। এদিন সারাদেশের প্রায় তিন শতাধিক ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার কথা রয়েছে। শনিবার বিকেল তিনটায় ইসির কমিশন সভা শেষে এই তফসিল ঘোষণা করা হবে।

এ ব্যাপারে ইসির যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান আরজু সারাবাংলাকে বলেন, আজ ( শনিবার) বিকেল তিনটায় ইসির ৯১তম কমিশন সভা অনুষ্ঠিত হবে। সভা শেষে ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

ইসি সূত্র জানায়, ইতোমধ্যে নির্বাচন কমিশন পাঁচ ধাপে তিন হাজার ৭৪৯টি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। আজ আরও তিন শতাধিক ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে এ সংখ্যা চার হাজার ছাড়াবে।

উল্লেখ্য, এর আগে গত ২১ জুন ও ২০ সেপ্টেম্বর প্রথম ধাপের দুই দফায় ৩৬৯টি এবং ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৩টি, তৃতীয় ধাপে ২৮ নভেম্বর এক হাজারটি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর ৮৪০টি এবং পঞ্চম ধাপে ৫ জানুয়ারি ৭০৭টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ ষষ্ঠ ধাপে তিন শতাধিক ইউপির নির্বাচনের তফসিল করা হবে।

সারাবাংলা/জিএস/আইই


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর