নোয়াখালী: জেলার সোনাইমুড়ী উপজেলার পৌর এলাকার অন্তর্গত রামপুরে ট্রাকচাপায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী সাবরিনা আক্তার মিতুর মৃত্যু হয়েছে।
মৃত সাবরিনা উপজেলার সোনাপুর ইউনিয়নের শিলমুদ গ্রামের মো. মোর্তুজা ভুঁইয়ার মেয়ে। তিনি জবি’র গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
শনিবার (১৮ ডিসেম্বর) দুপুর দেড়টায় নানা বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রাস্তা পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায় তার মৃত্যু হয়।
সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক ইব্রাহীম খলিল বলেন, ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, এ বিষয়ে হাইওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।