Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমানবন্দরে যাত্রী ও প্রবাসীদের ফুলেল শুভেচ্ছা

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২১ ২১:৪২

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ থেকে আসা যাত্রী এবং প্রবাসীদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। একই রকম ভাবে যারা দেশ থেকে কাজের উদ্দেশে বিদেশ যাচ্ছেন তাদেরও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

শনিবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বিমানবন্দরে প্রবাসী ও যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান।

বিজ্ঞাপন

প্রতি বছরের মতো এবারও বাংলাদেশে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপিত হচ্ছে। ‘শতবর্ষে জাতির পিতা সুবর্ণে স্বাধীনতা/ অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা’, প্রতিপাদ্যে দিবসের নানা কর্মসূচি পালিত হচ্ছে।

ফুল দিয়ে শুভেচ্ছা জানানোয় উচ্ছ্বসিত প্রবাসী কর্মীরা। বিমানবন্দরে ফুল দেওয়ায় তারাও বিমানবন্দর কর্মকর্তাদের ধন্যবাদ জানান। প্রবাসী কর্মীদের পাশাপাশি বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার কর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিমানবন্দরের নির্বাহী পরিচালক।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল আহসান সারাবাংলাকে বলেন, ‘অভিবাসী কর্মীরা আনছেন বৈদেশিক মুদ্রা বা রেমিট্যান্স, অবদান রাখছেন দেশের অর্থনৈতিক উন্নয়নে। সরকার অভিবাসী কর্মী ও তাদের পরিবারের কল্যাণ নিশ্চিত করতে বহুমুখী কর্মসূচি গ্রহণ করেছে। বিমানবন্দরেও প্রবাসী কর্মীসহ কোনো যাত্রী ভোগান্তিতে না পড়ে সেই জন্য আমরা আন্তরিক।

তৌহিদ-উল আহসান আরও বলেন, ‘শুধু আন্তর্জাতিক অভিবাসী দিবস নয়, প্রতিটি দিনই অভিবাসী কর্মীদের জন্য আমরা কাজ করছি। তারা যেকোনো সমস্যায় আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা সার্বিক সহায়তা করবো।’

বিজ্ঞাপন

এসময় বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটির (এভসেক) পরিচালক উইং কমান্ডার সৈয়দ আলী আজমসহ বিমানবন্দরের কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।

সারাবাংলা/এসজে/এমও

আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০১৮ ফুলেল শুভেচ্ছা বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর