মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান মন্ত্রীর
১৮ ডিসেম্বর ২০২১ ২৩:৩২
ঢাকা: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ‘আমি আজ (শনিবার, ১৮ ডিসেম্বর) মালয়েশিয়া যাচ্ছি। কাল (রোববার, ১৯ ডিসেম্বর) একটি এমওউই হবে। এরপর মালয়েশিয়া যাওয়ার একটা ব্যবস্থা করছি। এটা একটা বিরাট বাজার। এ বাজার নিয়ে অনেক গুজব রয়েছে। এসবে কান দেবেন না। সরকার কাজ করছে, আমরা বাজারটি ওপেন করতে চাই।’
শনিবার (১৮ ডিসেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী।
ইমরান আহমদ বলেন, ‘নতুন অনেক দেশে কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়া হচ্ছে। রোমানিয়া, গ্রিস, লিবিয়ায় উদ্যোগ নিয়েছি। মালয়েশিয়া আমাদের জন্য পুরাতন বাজার। আজ রাতে আমি যাবো সেখানে। কাল সমঝোতা স্মারক সই করবো মার্কেট খোলার বিষয়ে। মালয়েশিয়ার সামাজিক অবস্থা আমাদের সঙ্গে অনেক মিল, তাই আমাদের মানুষরা ওখানে যেতে বেশি আগ্রহী। কিন্তু দুঃখজনক হলেও অনেক ধরনের গুজব বাজারে চলে আসছে। যারা মার্কেট খোলার পক্ষে না হয়তো তারাই হয়তো এসব ছড়িয়েছে। তবে আমি একটাই কথা বলবো, গুজবে কান দেবেন না।’
তিনি বলেন, ‘কর্মীদের জন্য কাজ করার জন্য দায়িত্ব চলে আসে মন্ত্রণালয়ের এবং রিক্রুটিং এজেন্সির ওপর। আমি বিশ্বাস করি আমরা যদি সবাই নিজ নিজ দায়িত্ব পালন করি তাহলে লক্ষ্য পূরণ হবে। রেমিট্যান্সের যে একটু কম গতি আছে সেটাও বেশিদিন থাকবে না। মানুষ যখন ফেরত আসা শুরু করেছিল তখন রেমিট্যান্স অনেক বেড়ে গিয়েছিল। পরবর্তীতে দেখা যাচ্ছে রেমিট্যান্স কিছুটা কমে গেছে। মানুষ কিন্তু আবার যাচ্ছে। আশা করছি সেটা আবারও ঊর্ধ্বগতি হবে।’
‘বিমানের ভাড়া না বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব’
দেশের অবকাঠামোগত উন্নয়নে প্রবাসীদের সামিল হওয়ার আহ্বান জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে প্রবাসী বাংলাদেশিদের জন্য একটা ইকোনমিক জোন দেওয়ার জন্য বলবো। আমরা যা কিছুই করি সেটা একসঙ্গে করলে ফলাফল ভালো হয়।’
তিনি আরও বলেন, ‘গত মাসে আমরা এক লাখেরও বেশি মানুষ বিদেশে পাঠিয়েছি। ১৫ ডিসেম্বর পর্যন্ত আমরা ৬৬ হাজারের মতো কর্মী বিদেশ পাঠিয়েছি। আমার মনে হয় এই মাসেও লাখের ওপরে যাবে। এই টার্গেট যদি আমরা পূরণ করতে পারি তাহলে জুন মাস থেকে বছরের শেষ পর্যন্ত ৯ থেকে সাড়ে নয় লাখ মানুষ বিদেশে যাবেন।’
এ সময় বর্ধিত বিমানভাড়া নিয়ে কথাবার্তা ও আলোচনা ফলপ্রসূ হবে বলেও জানান ইমরান আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ, মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনসহ অন্যরা।
সারাবাংলা/এসবি/এমও