Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ওবায়দুল কাদেরের টেস্ট রিপোর্ট ভালো, অবস্থাও স্থিতিশীল’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২১ ২৩:৪৭

ফাইল ছবি

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা স্থিতিশীল। তার শারীরিক অবস্থা জানার জন্য যে সকল পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে তাতে সব রিপোর্ট ভালো পাওয়া গেছে। মেডিকেল বোর্ডের বৈঠকের পরে নতুন করে রক্তের কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তবে উনি ভালো আছেন, সুস্থ আছেন।

শনিবার (১৮ ডিসেম্বর) সারাবাংলাকে এ তথ্য জানান বিএসএমএমইউ’র উপাচার্য ও মেডিকেল বোর্ডে নেতৃত্বে থাকা অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।

বিএসএমএমইউ উপাচার্য বলেন, ‘শুক্রবার (১৭ ডিসেম্বর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সিটিস্ক্যান করা হয়েছিল। আজ তার রিপোর্ট দেখেছি আমরা। তার রক্তের পরীক্ষাও করানো হয়েছে। সব পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট ভালো এসেছে। কোনো ধরনের শঙ্কা নেই।’

তিনি বলেন, ‘মঙ্গলবার (১৪ ডিসেম্বর) শারীরিক কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য বিএসএমএমইউতে এসেছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। ঠাণ্ডাজনিত কিছু সমস্যা সেদিন ছিল তবে এখন সেগুলো অনেকটাই স্বাভাবিক। তিনি হাসপাতালের কেবিনের মধ্যে নিজেই চলাফেরা করছেন, রুটিন মেনে খাওয়া-দাওয়াও করছেন। এছাড়াও তার ব্লাড সুগার, ক্রিয়েটিনিন পরীক্ষার রিপোর্টও ভালো এসেছে।’

তিনি আরও বলেন, ‘আজ (শনিবার, ১৮ ডিসেম্বর) সকালে মেডিকেল বোর্ডের ১০ সদস্য নিয়ে বৈঠক হয়েছে। সেই বৈঠক থেকে নতুন করে পরীক্ষা-নিরীক্ষা দেওয়া হয়েছে। নতুন করে রক্তের কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বলা যায় তার অবস্থা স্থিতিশীল।’

উপাচার্য বলেন, ‘শুরুতে যখন তিনি (ওবায়দুল কাদের) হাসপাতালে এসেছিলেন, তখন তার বুকে একটু ব্যথা ছিল। ডায়াবেটিস একটু বেশি ছিল, হার্টে একটু সমস্যা ছিল। সবকিছু এখন স্বাভাবিক।’

তিনি বলেন, ‘অক্সিজেন সার্কুলেশন সবকিছু স্বাভাবিক। এবার তার বাসায় ফেরার অপেক্ষা। দ্রুত তিনি বাসায় ফিরবেন, আমরা সবাই ওনার জন্য দোয়া করি।’

মেডিকেল বোর্ডের আরেক সদস্য বিএসএমএমইউ’র বক্ষব্যাধি বিভাগের চেয়ারম্যান ও মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. আতিকুর রহমান সারাবাংলাকে বলেন, ‘শারীরিক পরীক্ষা-নিরীক্ষা একটি চলমান প্রক্রিয়া। গতকাল উনার সিটি স্ক্যান করা হয়েছে। শারীরিক অবস্থা গতকালের তুলনায় আজ আরও ভালো। মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী যেকোনো সময় বাসায় যেতে পারবেন তিনি।’

উল্লেখ্য, মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে বিএসএমএমইউ’র হৃদরোগ বিভাগের অধ্যাপক ফজলুর রহমানের অধীনে ৩১২ নম্বর কেবিনে ভর্তি হন ওবায়দুল কাদের। এ দিন উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ সারাবাংলাকে বলেন, ‘ওবায়দুল কাদের রেগুলার চেকাপের জন্য হাসপাতালে এসেছেন।’

এদিন ওবায়দুল কাদেরের চিকিৎসায় ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। এই মেডিকেল বোর্ডে নেতৃত্বে দিচ্ছেন বিএসএমএমইউ উপাচার্য ডা. শারফুদ্দিন আহমেদ। এছাড়াও আছেন প্রো-ভিসি একেএম ডা. মোশাররফ হোসেন, ডা. আবু নাছের রিজভী, অধ্যাপক ডা. ফজলুর রহমান, অধ্যাপক আতিকুর রহমান, অধ্যাপক ডা. ফরিদ আহমেদ, অধ্যাপক ডা. নজরুল ইসলাম, অধ্যাপক ডা. আরাফাত ও জাহিদ হোসেন।

এর আগে, ২০১৯ সালের ৩ মার্চ গুরুতর অসুস্থ হয়ে বিএসএমএমইউতে ভর্তি হন ওবায়দুল কাদের। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর এনজিওগ্রাম করে তার করোনারি ধমনিতে তিনটি ব্লক পান চিকিৎসকেরা। তার মধ্যে একটি অপসারণ করা হয়। এরপর তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই মাসেরও বেশি সময় চিকিৎসাধীন থাকার পর দেশে ফেরেন তিনি। সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর ২০২০ সালে আবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন কাদের।

সারাবাংলা/এসবি/পিটিএম

আওয়ামী লীগ ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক স্থিতিশীল


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর