Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিলারের বিদায়, বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত পিটার

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২১ ১৮:১০

ঢাকা: পিটার ডি হাসকে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে চূড়ান্ত নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র। বর্তমান রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের স্থলাভিষিক্ত হবেন হাস।

গতকাল শনিবার এই নিয়োগ অনুমোদন করে মার্কিন সিনেট। রোববার (১৯ ডিসেম্বর) মার্কিন কংগ্রেস এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

এর আগে, আর্ল মিলার ২০১৮ সালে রাষ্ট্রদূত হিসেবে ঢাকায় নিয়োগ পেয়েছিলেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ বছরের ৯ জুলাই বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে পিটার ডি হাসকে মনোনয়ন দিয়েছিলেন।

মার্কিন কংগ্রেসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, পিটার মরক্কোর মার্কিন দূতাবাসে কূটনীতিক হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর যুক্তরাজ্য ও ভারতের মুম্বাইয়ে মার্কিন দূতাবাসে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে পিটার ডি হাসের। এতদিন তিনি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থ ও বাণিজ্যবিষয়ক ব্যুরোতে উপসচিব পদমর্যাদায় ভারপ্রাপ্ত সহকারী সেক্রেটারির দায়িত্ব পালন করছিলেন।

সারাবাংলা/টিএস/এমও

আর্ল বরার্ট মিলার টপ নিউজ নতুন মার্কিন রাষ্ট্রদূত


বিজ্ঞাপন
সর্বশেষ

‘তুফান’ আসছে হিন্দি ভাষায়
৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৪৯

সম্পর্কিত খবর