Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুরক্ষা আপডেটের পর এসএমএসের মাধ্যমে শুরু হবে বুস্টার ডোজ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২১ ১৯:২৩

প্রথম ডোজ ভ্যাকসিনের মতো করোনা ভ্যাকসিনের প্রথম বুস্টার ডোজও পেলেন রুনু ভেরোনিকা কস্তা

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে নিয়মিত ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমের পাশাপাশি শুরু হয়েছে বুস্টার ডোজ প্রয়োগ। প্রথম দিনে ছয় জন মন্ত্রী সহ ভ্যাকসিনের বুস্টার ডোজ নিয়েছে ৬০ জন। পরবর্তী সময়ে সুরক্ষা প্ল্যাটফর্ম আপডেট করার পর এসএমএস পাঠানোর মাধ্যমে ভ্যাকসিনের বুস্টার ডোজ প্রয়োগ শুরু হবে।

রোববার (১৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক সারাবাংলাকে এ তথ্য জানিয়েছেন। স্বাস্থ্য অধিদফতরের এই পরিচালক বলেন, প্রথম দিনে ৬০ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ছয় জন মন্ত্রীকেও বুস্টার ডোজ দেওয়া হয়েছে। আপাতত আর কাউকে বুস্টার ডোজ দেওয়া হচ্ছে না।

বিজ্ঞাপন

বুস্টার ডোজের কার্যক্রম সম্প্রসারণ প্রসঙ্গে ড. শামসুল বলেন, বুস্টার ডোজের বিষয়টি সংযুক্ত করে সুরক্ষা প্ল্যাটফর্ম আপডেট করা হচ্ছে। আপডেট হয়ে গেলে এসএমএস পাঠানোর মাধ্যমে সবাইকে বুস্টার ডোজ নেওয়ার বিষয়ে জানানো হবে। আপাতত যারা বুস্টার ডোজ নিয়েছেন, তাদের পর্যবেক্ষণ করা হবে।

আরও পড়ুন- প্রথম দিনেই বুস্টার ডোজ নিলেন যে ৬ মন্ত্রী

এদিন সকালে রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএসএ) বুস্টার ডোজ প্রয়োগ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সুরক্ষা অ্যাপ আপডেটের বিষয়টি জানান তিনিও। তবে এই অ্যাপ আপডেট হওয়ার আগেই ভ্যাকসিন সনদ দেখিয়ে বুস্টার ডোজ নেওয়া যাবে বলে ওই সময় জানিয়েছিলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৬০ বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ দিতে যেসব প্রস্তুতি দরকার, তা আমরা নিচ্ছি। তবে আমাদের প্রস্তুতি এখনো পুরোপুরি শেষ হয়নি। আমরা সুরক্ষা অ্যাপ আপডেট করছি। আইসিটি মন্ত্রণালয় জানিয়েছে, ২৮ ডিসেম্বর নাগাদ আপডেট হয়ে যাবে। সুরক্ষা অ্যাপে এখন নিবন্ধন করা সম্ভব না হলেও বুস্টার ডোজের কার্যক্রম চলমান থাকবে। কার্ডের মাধ্যমে ভ্যাকসিন নেওয়া যাবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন- সবার আগে ভ্যাকসিনের বুস্টার ডোজও নিলেন রুনু ভেরোনিকা কস্তা

দেশের বয়স্ক মানুষ, ফ্রন্টলাইনার হিসেবে যেসব ডাক্তার-নার্স, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকরা কাজ করে যাচ্ছেন, তাদের অগ্রাধিকারভিত্তিতে বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

দেশে প্রথম ব্যক্তি হিসেবে করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়া হয়েছিল কুর্মিটোলা হাসপাতালের নার্স রুনু ভেরোনিকা কস্তাকে। প্রথম বুস্টার ডোজও দেওয়া হয় তাকেই। এরপর পররাষ্ট্রমন্ত্রী ড. কে এম আবদুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, আইনমন্ত্রী আনিসুল হক, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খোরশেদ আলম ভ্যাকসিন বুস্টার ডোজ নেন।

আরও পড়ুন- সুরক্ষা প্লাটফর্মে বুস্টার ডোজের তথ্য মিলবে ২৮ ডিসেম্বরের পরে

পরে জাতীয় অধ্যাপক ডা. শায়লা খাতুন, পুলিশ সদস্য সুলতান, সাংবাদিক ডলার মাহমুদ, আল মারকাজুল ইসলামীর কর্মকর্তা আমির হামজা, নার্সিং সুপারভাইজার খাদিজা বেগম, বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আশিফুলসহ প্রথম দিনে মোট ৬০ জন বুস্টার ডোজ নেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা এরই মধ্যে করোনার দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিয়েছেন এবং ভ্যাকসিন নেওয়ার পর ৯ মাস সময় পেরিয়ে গেছে, তাদেরেই বুস্টার ডোজের আওতায় আনা হবে। পর্যায়ক্রমে সারাদেশেই এ কর্মসূচি চালু হবে।

আরও পড়ুন-

দুপুরে শুরু বুস্টার ডোজের ট্রায়াল

প্রথমদিনে একাধিক মন্ত্রী পাচ্ছেন বুস্টার ডোজ

বুস্টার ডোজ নিয়ে মুখোমুখি পরামর্শক কমিটি ও নাইট্যাগ

প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় কার্ডের মাধ্যমে দেওয়া হবে বুস্টার ডোজ

সারাবাংলা/এসবি/টিআর

বুস্টার ডোজ ভ্যাকসিনের বুস্টার ডোজ সুরক্ষা প্ল্যাটফর্ম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর