Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের ২৪ ঘণ্টা সম্প্রচারের উদ্বোধন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২১ ১৯:৫৬

চট্টগ্রাম ব্যুরো: প্রতিষ্ঠার রজতজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্রের ২৪ ঘণ্টা সম্প্রচারের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রী মানুষের মন ও মননের ইতিবাচক পরিবর্তনে বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্র বস্তুনিষ্ঠ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

রোববার (১৯ ডিসেম্বর) বিকেলে নগরীর পাহাড়তলীতে বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্রে আয়োজিত রজতজয়ন্তীর অনুষ্ঠানে ভিডিওবার্তায় প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টার অনুষ্ঠান সম্প্রচারের উদ্বোধন ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ভিডিওবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বন্দরনগরী চট্টগ্রামের ভাষা, শিল্পসাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্য-কৃষ্টি বিকাশের লক্ষ্যে ১৯৯৬ সালে বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়। ২০২০ সালের ২৪ জানুয়ারি এই কেন্দ্রের সম্প্রচার ১২ ঘণ্টায় এবং এ বছরের ১০ জানুয়ারি ১৮ ঘণ্টায় উন্নীত করা হয়। রজতজয়ন্তী উপলক্ষে এবার ২৪ ঘণ্টার সম্প্রচার শুরু হলো। সমাজ সংস্কারে টেলিভিশনসহ গণমাধ্যম বিশেষ ভূমিকা পালন করে। আমি আশা করব, বস্তুনিষ্ঠ সংবাদ ও অনুষ্ঠান প্রচারের মধ্য দিয়ে টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্র মানুষের মন ও মননের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে।’

বর্তমান সরকার অবাধ তথ্যপ্রবাহে বিশ্বাস করে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশনের পাশাপাশি দেশে এখন ৪৫টি বেসরকারি টেলিভিশন, ২৮টি এফ এম ও ৩২টি কমিউনিটি রেডিওর সম্প্রচার চলমান আছে। এর বেশিরভাগই আমাদের সরকার অনুমোদন দিয়েছে। আমরা সম্প্রচার নীতিমালা ও অনলাইন গণমাধ্যম নীতিমালা করেছি। বর্তমানে দেশের সব টেলিভিশন চ্যানেল বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার কার্যক্রম পরিচালনা করছে।’

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এরই মধ্যে বাংলাদেশ বিশ্বব্যাপী উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। ২০৪১ সালের মধ্যে আমরা বাংলাদেশকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা হিসেবে পরিণত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’

চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক সোহরাব হাসান এবং চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক নিতাই কুমার ভট্টাচার্য।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘বিটিভি চট্টগ্রাম কেন্দ্র কোনো আঞ্চলিক কেন্দ্র নয়। এটা নিয়ে অনেকেই ভুল করেন। এটি টেরিস্ট্রিয়াল চ্যানেল, যার মাধ্যমে কেবল নেটওয়ার্ক ছাড়া সারাদেশের ৭৫ ভাগ অংশে দেখা যায়। আর ক্যাবল নেটওয়ার্কের মাধ্যমে সারাদেশেই সম্প্রচার করা হচ্ছে। এছাড়া মোবাইল অ্যাপসের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের কার্যক্রম দেখা যায়।’

তিনি বলেন, ‘শিগগিরই আরও ছয়টি বিভাগে বিটিভির চ্যানেল হবে। এ হিসাবে বিটিভির ১০টি চ্যানেল হবে। এরই মধ্যে একনেকে এর অনুমোদন দেওয়া হয়েছে। আশা করছি, আগামী এক মাসের মধ্যে এ কাজ শুরু হবে। আমি আশা করব, আজকের এই ২৪ ঘণ্টা সম্প্রচারের উদ্বোধনের মাধ্যমে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র গণমানুষের দর্পণ হিসেবে কাজ করবে।’

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘বিটিভির চট্টগ্রাম কেন্দ্র উদ্বোধনের মধ্য দিয়ে এ অঞ্চলের শিল্পী-সংস্কৃতিকর্মীদের বহুমুখী প্রতিভার চর্চা বিকাশ এবং উপার্জনের পথটি একটি প্রাতিষ্ঠানিক রূপ পেতে যাচ্ছে। আমাদের তথ্যমন্ত্রী অবশ্যই প্রধানমন্ত্রীর নির্দেশে সাহসিকতার সঙ্গে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছেন। আমরা এই টেলিভিশনে চট্টগ্রামের বৈচিত্র্য, কক্সবাজারের বৈচিত্র্য, তিন পার্বত্য জেলার বৈচিত্র্য দেখতে চাই। আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের নিজস্ব কৃষ্টি-সংস্কৃতি, বৈচিত্র্যের কথা আমরা গৌরবের সঙ্গে তুলে ধরতে চাই। আমাদের এখানে আবহমান যে সাম্প্রদায়িক সম্প্রীতি, বিভিন্ন বৈচিত্র্য নিয়েও মানুষের মধ্যে যে সহাবস্থান, সেগুলো বিশ্ব দরবারে তুলে ধরা হোক। অসাম্প্রদায়িক, প্রগতিশীল, সাম্যের বাংলাদেশের কথা প্রচার করা হোক।’

সারাবাংলা/আরডি/টিআর

২৪ ঘণ্টা সম্প্রচার ড. হাছান মাহমুদ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিটিভি চট্টগ্রাম মহিবুল হাসান চৌধুরী নওফেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর