Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে আলেম-ওলামাদের বিজয় শোভাযাত্রা

সারাবাংলা ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২১ ২০:৫১

চট্টগ্রাম ব্যুরো: মুক্তিযুদ্ধে বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে চট্টগ্রামে বিজয় শোভাযাত্রা করেছেন আলেম-ওলামারা। এতে চট্টগ্রামের বিভিন্ন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

রোববার (১৯ ডিসেম্বর) বিকেলে নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গন থেকে শুরু হওয়া বিজয় শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক ঘুরে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এরপর প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সুচিন্তা ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগ আলেম-ওলামাদের এই বিজয় শোভাযাত্রার আয়োজন করে।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পিএইচপি ফ্যামিলির চেয়ার‌ম্যান সুফী মিজানুর রহমান বলেন, ‘দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এ মাটির সন্তানেরা পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে লাল-সবুজের পতাকার জন্ম দিয়েছেন। ‍মুক্তিযুদ্ধে বিজয়ের ৫০ বছরে এ জাতি ক্ষুধা ও দারিদ্র্যকে প্রায় জয় করে ফেলেছে। বাংলাদেশ এখন উন্নয়নশীল মধ্যম আয়ের দেশ। এখন বাকি আছে শুধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার। সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।’

সুচিন্তা ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক জিনাত সোহানা চৌধুরীর সভাপতিত্বে ও সংবাদিক শুকলাল দাশের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন- জামেয়া জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান, গাউসিয়া কমিটি বাংলাদেশের যুগ্ম মহাসচিব মোসাহেব উদ্দীন বখতিয়ার, ইসলামিক ব্যক্তিত্ব সৈয়দ মুহাম্মদ হাসান আজহারী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. এস এম বোরহান উদ্দীন, ইসলামী ফাউন্ডেশনের সহকারি পরিচালক মো. মুনিরুজ্জামান, নেছারিয়া কামিল মাদরাসার শায়খুল হাদিস এনামুল হক সিকদার, সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের উপদেষ্টা স্থপতি আশিক ইমরান, ও মোহাম্মদ ইমরান, চট্টগ্রাম বিভাগের যুগ্ম সমন্বয়ক ডা. হোসেন আহম্মদ, আবুল হাসনাত চৌধুরী, দেবাশীষ পাল দেবু, বোখারী আজম, প্রণব চৌধুরী, সৈয়দ আহমেদ রেজা কাদেরী।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এমও

আলেম-ওলামা বিজয় শোভাযাত্রা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর