সমাজসেবা অধিদফতরের জনবল নিয়োগ দ্রুততার সঙ্গে শেষ করার সুপারিশ
১৯ ডিসেম্বর ২০২১ ১৭:৫৮
ঢাকা: সমাজসেবা অধিদফতরের কাজের পরিধি বাড়াতে মাঠ পর্যায়ে জনবল নিয়োগের কার্যক্রম দ্রুততার সঙ্গে শেষ করার জন্য সুপারিশ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
রেবাবার (১৯ ডিসেম্বর) জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, আ. কা. ম. সরওয়ার জাহান, অ্যারোমা দত্ত ও কাজী কানিজ সুলতানা অংশ নেন।
বৈঠকে সমাজসেবা অধিদফতরের চাইল্ড সেনসেটিভ সোস্যাল প্রোটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্পের আওতায় মাঠ পর্যায়ের বাস্তব চিত্র তুলে ধরার লক্ষ্যে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করে তথ্য সংগ্রহ এবং প্রকল্পটির প্রয়োজনীয়তা ও উপযোগিতা বাস্তবসম্মত হওয়ায় ইউনিসেফকে তথ্য সরবরাহের মাধ্যমে ২০২৪ সালের পরেও অর্থায়নের জন্য অনুরোধ জানিয়ে চিঠি পাঠানোর সুপারিশ করা হয়।
সংসদ সচিবালয় জানায়, কমিটি বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নের জন্য ইশারা ভাষা ইনস্টিটিউট (Sign Language Institute) স্থাপনের লক্ষ্যে বিশেষজ্ঞ দেশি বা বিদেশি যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সহযোগিতা ও পরামর্শ গ্রহণ এবং বেসরকারি গণমাধ্যম, বিশেষ করে বেসরকারি টেলিভিশনগুলোতে বাংলা ইশারা ভাষায় সংবাদ উপস্থাপনের লক্ষ্যে তথ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করে।
এছাড়া বৈঠকে মৈত্রী শিল্পের উন্নয়ন ও আধুনিকায়নের পাশাপাশি বিপণনে সহযোগিতা প্রদান করা এবং স্থায়ী কমিটির মাধ্যমে মৈত্রী শিল্প সরেজমিন পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে ১৩তম সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি, বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নের জন্য ইশারা ভাষা ইনস্টিটিউট (Sign Language Institute) স্থাপন এবং মৈত্রী শিল্পের উন্নয়ন ও আধুকায়নের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
সারাবাংলা/এএইচএইচ/টিআর