Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপিকে না রোগে পেয়েছে: হাছান মাহমুদ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২১ ২১:০৫

চট্টগ্রাম ব্যুরো: বিএনপিকে ‘না’ রোগে পেয়েছে মন্তব্য করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, “আমি দেখতে পাচ্ছি বিএনপির মধ্যে একটা ‘না’ রোগ দেখা দিয়েছে। সবকিছুতেই যেন ‘না’ বলা। সংলাপে যাবে না, নির্বাচনে যাবে না, এমনকি ইউনিয়ন পরিষদ নির্বাচনেও যাবে না। এখন আমি আশঙ্কার মধ্যে আছি, না না বলতে বলতে বিএনপিটা কখন নাই হয়ে যায়।’

রোববার (১৯ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্রের রজতজয়ন্তী ও ২৪ ঘণ্টার সম্প্রচার কার্যক্রমের উদ্বোধনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

বিএনপি মহাসচিবের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে আমি জ্ঞানী ও বুদ্ধিমান মানুষ বলে জানতাম। কিন্তু দলকানা হতে গিয়ে তিনি এরকম বুদ্ধিহীন হয়ে গেছেন এবং জ্ঞান হারিয়ে ফেলেছেন— এটি আমাকে আশ্চর্য করেছে। গত ৫০ বছরে বাংলাদেশ যেভাবে এগিয়েছে, এটি পৃথিবীর সামনে উদাহরণ। বাংলাদেশ সব সূচকে পাকিস্তানকে অতিক্রম করেছে। ১৯৭০-৭১ সালে পাকিস্তান আমাদের চেয়ে সবক্ষেত্রে এগিয়ে ছিল। সেই পাকিস্তান আজ মানব উন্নয়ন, সামাজিক, অর্থনৈতিক সূচকসহ সব ক্ষেত্রে পিছিয়ে। এমনকি মাথাপিছু আয়ের ক্ষেত্রে আমরা ভারতকেও অতিক্রম করেছি।’

‘আগে বাংলাদেশে শতকরা ৪১ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে ছিল। সেটি এখন ২০ শতাংশের নিচে নেমে এসেছে। এগুলো আমার বক্তব্য নয়, বিশ্বব্যাংক-আইএমএফসহ বিশ্ব সম্প্রদায়ের বক্তব্য। তাদের সমীক্ষায় এগুলো উঠে এসেছে। এসব বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব দেখতে পান না অথবা দলকানা হওয়ার কারণে তিনি দেখেও দেখেন না, বুঝেও বোঝেন না এবং স্বীকার করেন না।’

বিএনপি-জামায়াত নেতিবাচক রাজনীতি না করলে বাংলাদেশ আরও এগিয়ে যেত মন্তব্য করে ড. হাছান বলেন, ‘বিএনপি স্বাধীনতাবিরোধী অপশক্তিকে নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র না করত, তাহ‌লে বাংলাদেশ আরও অনেক বেশি এগিয়ে যেতে পারত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে অনুরোধ জানাব, উনি শিক্ষিত লোক হয়ে যেন অশিক্ষিতের মতো কথা না বলেন।’

সারাবাংলা/আরডি/টিআর

ড. হাছান মাহমুদ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর