দেশে ওমিক্রন সংক্রমিত দু’জন পুরোপুরি সুস্থ
২০ ডিসেম্বর ২০২১ ০০:১৩
ঢাকা: নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সংক্রমিত জাতীয় নারী ক্রিকেট দলের দুই সদস্য পুরোপুরি সুস্থ রয়েছেন। তাদের কোয়ারেনটাইন পর্ব শেষ পর্যায়ে। শিগগিরিই তাদের আবার পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এরপর তাদের বাসায় যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হবে।
রোববার (১৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।
তিনি বলেন, আমাদের নারী ক্রিকেটার যারা ওমিক্রনে সংক্রমিত হয়েছিলেন, তারা একেবারেই সুস্থ আছেন। তাদের কোয়ারেনটাইন পর্ব শেষ পর্যায়ে। আমরা আবার তাদের কিছু পরীক্ষা-নিরীক্ষা করব। এরপর তারা নিজ বাসায় ফিরে যাওয়ার অনুমতি পাবেন।
এর আগে, গত ১১ ডিসেম্বর বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্য করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে শনাক্ত হয়েছেন বলে জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সারাবাংলা/এসবি/টিআর