Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুর মেডিকেলে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২১ ১২:৩৪

রংপুর মেডিকেল কলেজের মূল ভবনে আগুন, ছবি: সারাবাংলা

রংপুর: জেলার সদরে অবস্থিত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মূল ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (২০ ডিসম্বর) সকাল সোয়া ১০টার দিকে হাসপাতালের তৃতীয় তলার সাত নম্বর ওয়ার্ডে এ অগ্নিকাণ্ড ঘটে। দুপুর ১২টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নুরুন্নবী লাইজু।

বিজ্ঞাপন

এ বিষয়ে ডা. নুরুন্নবী লাইজু বলেন, অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এ ঘটনায় কেউ আহত হয়নি।

তিনি আরও বলেন, হাসপাতালের তৃতীয় তলায় বক্ষব্যাধি, লিভার, চর্মরোগ, মানসিক রোগসহ মোট ৭টি বিভাগ আছে। সেখানে সব মিলিয়ে ৩৫ রোগী ভর্তি ছিলেন। ওই তলার রোগীদের নিরাপদে স্থানান্তর করা হয়েছে। আগুনে কয়েকটি বিছানা ও এসি পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে এলে দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে।

সারাবাংলা/এনএস

আগুন টপ নিউজ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর